কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

0

কুড়িগ্রামে গত দু’দিন ধরে অবিরাম বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার থেমে থেমে বৃষ্টি হলেও রবিবার দিনভর ভারী বর্ষণ দেখা যায়।ফলে বিভিন্ন পেশাজীবি ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অনেকেই নিজ কর্মস্থলে যেতে বিড়ম্বনায় পড়েন। বিশেষ করে কাজের সন্ধানে ছুটে চলা শ্রমজীবী মানুষজন এ অবস্থায় পড়েছেন চরম বিপাকে। অনেক জায়গায় জলাবদ্ধতায় চলাচল অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। 

এছাড়া নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষজন আরো এক দফা বন্যার আশঙ্কা করছে বলে জানা গেছে। এতে অনেক কৃষক তাদের সদ্য বেড়ে ওঠা আমন আবাদ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।
জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস বিকেলে জানায়, জেলায় রবিবার ৩টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৯ মি.মি রেকর্ড করা হয়েছে।এছাড়া আগামী ২৪ ঘন্টায় জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
অতি বর্ষণের কারনে সাধারণের চলাচল ভোগান্তিতে পড়েছে।জেলা শহরের পৌর এলাকার ভেলাকোপা গ্রামের রিক্সা চালক আবছার আলী বলেন, গতকাল সারাদিনে মাত্র ৩০০ টাকা ভাড়া মারছি। তা দিয়ে কিস্তি দিছি। নিজের বাল বাচ্চার জন্য বাজার করার কোন টাকা না থাকায় কষ্ট হইচে। আজ তো খুবই খারাপ অবস্থা। সকাল থেকে ঢেকির নোলে ঝড়ি পড়তাছে। কামাইএ করতে পারব না। ঘর থেকে বেড়বার না পাইলে কামাই হবে ক্যামনে।এমন আর দুদিন থাকলে হামরা গরীব মানুষের ভীষণ ক্ষতি হইবে। ভোগডাঙা ইউনিয়নের মাধবরাম গ্রামের কৃষক মোঃ আনারুল কবির বলেন,এরই মধ্যে দুই দফা বন্যায় আমন আবাদ নষ্ট হয়ে গেছে। কায়দা করি বিচন কিনি আবার আমন রোপন করছি। কিন্তু যে অবস্থা দেখতেছি এত বৃষ্টি হলে আবার বন্যা হতে পারে। তখন কি করব ভেবে পাচ্ছি না। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here