বিভিন্ন কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ। বিশেষ করে নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হরহামেশাই খবরের শিরোনামে থাকেন তিনি। কেউ কেউ তার ফ্যাশনের প্রশংসা করেন। তবে বেশিরভাগ মানুষই তার খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।
অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। নিজের আজব ফ্যাশন বজায় রেখেছেন।
এ কথা শুনেই মেজাজ হারান উরফি। তাকে চিৎকার করে বলতে থাকেন ‘তোমার বাপের কী?’ পরিস্থিতি বেগতিক দেখে উরফির সঙ্গে থাকা এক নারী তাকে টানতে টানতে দূরে নিয়ে যান। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।