অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কার্যনির্বাহী কমিটি

0

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র (এবিবিসি) ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিডনির ব্যাঙ্কসটাউন এম্পোরিয়াম ফাংশন সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এজিএমের প্রথম অংশে বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন আর্থিক প্রতিবেদন পেশ করেন। পরে বিদায়ী সভাপতি আবু শাহদাত সরকার কমিটি ভেঙে দেন এবং মিসেস ওয়েন্ডি ই লিন্ডসে, প্রিজাইডিং অফিসার অ্যান্থনি খৌরি এবং রফিকুল আলম খানের সহায়তায় নতুন কমিটির জন্য একটি নির্বাচন পরিচালনা করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটিতে ফয়েজ দেওয়ান সভাপতি, আবু শাহদাত সরকার ও মো. শাহিনুল ইসলাম সহ সভাপতি, মোতাসিম বিল্লাহ সাধারণ সম্পাদক, কাউন্সিলর সাজেদা আক্তার ও লিটন বাউল সহ-সম্পাদক, মো. মোজাম্মেল হক কোষাধ্যক্ষ হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন সৈয়দ মাহবুব মোর্শেদ, মো. শাজেদুল ইসলাম, রবিন ফেরদৌস, সাজ্জাদ হক, হেমা জোয়ার্দার, সাদিক করিম, মোহাম্মদ ফাহাদ চৌধুরী ও মোহাম্মদ ভূঁইয়া।

নবনির্বাচিত সভাপতি ফয়েজ দেওয়ান তার বক্তব্যে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার লক্ষ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সকল প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here