দুমকিতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

পটুয়াখালীর দুমকিতে ৪শ পিস ফেনসিডিল, ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ধৃত আসামিদ্বয়কে রাতেই দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ৪ জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী এলাকায় অভিযান চালিয়ে আ: মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের আ: আজিজ শেখের ছেলে মহসিন শেখ (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় অপর দুই সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের আস্তানা তল্লাশি করে ৪শ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। ওই রাতেই ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত ফেনসিডিল ও নগদ টাকাসহ দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here