স্বর্ণ ব্যবসায়ীরা এখন নিজের পাশাপাশি দেশকেও সমৃদ্ধশালী করছেন। জুয়েলারি ব্যবসায়ীরা একটা শৃঙ্খলার মধ্যে এসে ব্যবসার মান ঠিক রেখে সঠিকভাবে ব্যবসা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতৃবৃন্দ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর মেহরান ডাইন কনভেনশন হলরুমে বাজুস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডা. দিলীপ কুমার রায় বলেছেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এর নেতৃত্বে বাংলাদেশের জুয়েলারী ব্যবসায়ীরা সফলতার সাথে দিন দিন এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে সায়েম সোবহান আনভীরকে আবারো প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে চাই। এ নিয়ে আমরা জেলায় জেলায় কাজ করছি এবং ব্যবসায়ীরা সংগঠিত হয়েছে। তিনি (সায়েম সোবহান আনভীর) বাংলাদেশের সব জুয়েলারী ব্যবসায়ীদের একটি মালায় গেঁথে নিয়েছেন। এই মালার দৈর্ঘ্য এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা ব্যবসায়ীরা হয়েছি সম্মানিত।
নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইকবাল উদ্দিন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য প্রণব সাহা।
সভায় নোয়াখালী জেলার বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ীরা বক্তব্য দেন। এ সময় বক্তারা এমন অনন্য উদ্যোগের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানান।
সভা শেষে কেন্দ্রীয় নেতারা বৃহত্তর নোয়াখালীর জুয়েলারি ব্যবসায়ীদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করে। এর আগে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।