ফরিদপুরে শেখ হাসিনার উন্নয়নের ১৫ বছর পূতির্তে সমাবেশ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়নের ১৫ বছর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সুধী সমাবেশের আয়োজন করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মো. নাছির। 

গোলাম মো. নাছিরের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মাসুদুল হক, সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদক ও পৌরমেয়র অমিতাভ বোস, ঝর্না হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ বেপারী, আবু নাইম, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খায়রুদ্দিন মিরাজ, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here