সারাদেশে ৩০ প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

0

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে ৩০টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এই সংস্থাটি।

অভিযানে অধিদপ্তরের ১৭টি টিম কর্তৃক ২১টি বাজারে ৩০টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here