রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আসছে শীতে কঠিন পরিস্থিতির আশঙ্কা ইউক্রেনের

0

রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এবারের শীতকাল হবে পুরো জাতির জন্য অত্যন্ত কঠিন। কিয়েভ দাবি করছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় দেশের দক্ষিণাঞ্চলে তিন ব্যক্তি নিহত এবং অন্যান্য অংশে বহু মানুষ আহত হয়েছে।

রাশিয়ান সৈন্যরা কিয়েভের জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত করায় গত শীতে অনেক ইউক্রেনীয়কে বিদ্যুতবিহীন অবস্থায় মাইনাস তাপমাত্রায় দিন কাটাতে হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপ প্রধান ওলেক্সি কুলেবা কঠিন পরিস্থিতির আশঙ্কা করে বলেন, কঠিন মাস সামনে রয়েছে: রাশিয়া জ্বালানি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করবে।

ইউক্রেন দাবি করছে, রাতভর রাশিয়া পশ্চিমাঞ্চলের শহর থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় খেরসন পর্যন্ত ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পোল্যান্ড ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করবে না বলে দেশটির প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি ঘোষণা দেয়ার পর দৃশ্যত রাশিয়া এই হামলা চালালো। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here