শিক্ষকদের ধর্মঘটে নেপালের শিক্ষাখাতে অচলাবস্থা

0

তিন দিন ধরে বিক্ষোভ ও ধর্মঘট পালন করে যাচ্ছেন নেপালের শিক্ষকরা। ফলে দেশটির সব সরকারি বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 

শিক্ষা সংস্কার বিলের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন এক লাখ ১০ হাজারের মতো শিক্ষক। 

বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষকরা নেপালের পার্লামেন্ট ভবন অভিমুখে যাত্রা করে। তাদের বাধা দেয় দেশটির দাঙ্গা পুলিশ। 

অন্যদিকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দ্রুত সমস্যার সমাধান করে এই অস্থিরতার অবসান ঘটানোর দাবি জানিয়েছেন। 

দেশটির গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষকরা বরাবরই জড়িত। যেকোনো জনসম্পৃক্ত কাজে এই শিক্ষকরা সামনে থেকে নেতৃত্ব দেন। তবে সম্প্রতী কিছু শিক্ষা বিশেষজ্ঞের পরামর্শে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপ নেয় নেপাল সরকার। আর এই সিদ্ধান্তেই ফুঁসে উঠেছে দেশটির শিক্ষকরা। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here