বেশ কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, বক্স অফিসে যখন ‘জওয়ান’ ঝড় বইছে তখন ছবিটিকে ঘিরে নতুন এক গুঞ্জন শুরু হয়েছে। শাহরুখ খানের হাত ধরে এই ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ হয়েছেন নয়নতারা ও শাহরুখ জুটি দেখে।
কিন্তু একই সময়ে, দীপিকার ভূমিতা দেখে অবাক হয়েছেন দর্শকরাও। বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে ছবির গুরুত্বপূর্ণ অংশজুড়ে শাহরুখের সঙ্গে দীপিকার রোমান্স থেকে আবেগীয় মুহূর্ত ছিল আকর্ষণীয়। অনেকে বলছেন, জওয়ানের ঐশ্বরিয়া চরিত্রটি মূল ভূমিকার চরিত্র এবং সত্যিকার অর্থে গল্পটির গুরুত্ব বাড়ায়। সিনেমার প্রধান চরিত্র থেকে নয়নতারাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে।
কিন্তু.. নয়নতারা নির্মাতা অ্যাটলির প্রতি ক্ষুব্ধ হওয়ার গুজব উড়িয়ে দিয়েছেন। নয়নতারা ইনস্টাগ্রামের এক পোস্টে অ্যাটলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নয়নতারা বলেছেন নির্মাতার অর্জনের জন্য তিনি গর্বিত। অর্থাৎ তাদের মধ্যে বিবাদের যে গুজব ছড়িয়েছে সেটা যে ভিত্তিহীন ছিল তা স্পষ্ট।
তাছাড়া শাহরুখ খান, গৌরী খান, অ্যাটলি, প্রিয়া অ্যাটলি, দিপীকা পাড়ুকোন, রণবীর সিং, ভিগনেশ ও নয়নতারা সবাইকে অ্যান্টিলায় মুকেশ আম্বানির গণপতি উদযাপনে দেখা গিয়েছিল। সম্প্রতি, নয়নতারার সোশ্যাল মিডিয়ার একটি ফ্যানক্লাব দাবি করেছে যে অভিনেত্রী এ ধরনের গুজব ছড়ানো ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। সূত্র : বলিউড লাইফ।