মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন নিক পোথাস

0

বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৩৩.৪ ওভার খেলার পর বৃষ্টির কারণে বল আর মাঠে গড়ায়নি। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং নিউজিল্যান্ডের ব্যাটারদের বেশ ভুগিয়েছে। তার বোলিং ফিগার ছিল দুর্দান্ত-৭-১-২৭-৩!

মুস্তাফিজের এমন বোলিংয়ে দারুণ খুশি বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সের টাইমিংটাও দলের জন্য দারুণ মনে হচ্ছে পোথাসের কাছে, ‘এটি আসছে ঠিক বিশ্বকাপের আগে, একেবারে উপযুক্ত সময়ে। তার জন্য অনেক ভালো লাগছে আমাদের।’

বাংলাদেশের ভারপ্রাপ্ত এই কোচ বলেন, ‘আমরা তার ডেথ বোলিংয়ের মান জানি। আপনি তাকে ভোররাত ৩টায় ডেকে তুলে ডেথ বোলিং করতে বলতে পারেন, সে (তখনো) বিশ্বের সেরাদের সঙ্গেই সেটি করবে।’

বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই (৪.৩ ওভারে) বৃষ্টি নামে। এতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। পরে খেলা শুরু হলে আবারও বৃষ্টি নামে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৩৩.৪ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৩৬ রান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here