তহবিল সংগ্রহে চীন সফরে বাশার আল আসাদ

0

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দুই দশকের মধ্যে প্রথমবারের মতো চীন সফর করছেন। সফর চলাকালে তিনি তার যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে চীনের কাছে সহায়তা চাইবেন।

 সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এতে গৃহহীন হয়েছে কয়েক লাখ লোক। ব্যাপক ক্ষতি হয়েছে সিরিয়ার অবকাঠামো ও শিল্পের।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানিয়েছে, আগামীকাল শনিবার চীনের পূর্বাঞ্চলীয় হাংঝু শহরে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন আসাদ। সেখানে তার এবং অন্যান্য বিদেশি নেতাসহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানায়, আসাদ বেইজিংও সফর করবেন। ২০০৪ সালের পর চীনে আসাদের এটি প্রথম সফর। বেইজিং দীর্ঘদিন ধরেই দামেস্ককে কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। চীন নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য এবং সেখানে দেশটির ভেটো ক্ষমতা রয়েছে। বিগত কয়েক বছর ধরেই দুই দেশের কর্মকর্তারাও এ দুই দেশ সফর করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here