বৃষ্টির পর ফের শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা। তবে ম্যাচের ওভার কমেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি হবে ৪২ ওভারে।
বৃষ্টির পর মাঠে ফিরেই সাফল্য পেতে শুরু করেছে টাইগার বোলাররা। পর পর দুই ওভারে কিউইদের ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
মূল একাদশে আছেন চার ওপেনার লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান ও সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।