ভারতে বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম। এর আগেও তিনি টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ দলে। দায়িত্ব পালন করেছিলেন কেবল টি-টোয়েন্টি দল নিয়ে। এবার ওয়ানডে দলের সঙ্গে যুক্ত হলেন এই ভারতীয়।
ভারতে বিশ্বকাপ সামনে রেখে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’