রংপুরে ঘাঘট নদে নৌকা বাইচ

0

রংপুর নগরীর অদূরে ঘাঘট নদে নৌকা বাইচ উৎসব ঘিরে প্রাণের উচ্ছ্বাস দেখা দিয়েছে। বুধবার বিকেলে আনন্দঘন পরিবেশে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের হোসেন নগরে ঘাঘটপাড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হোসেন নগর যুব সমাজ এই উৎসবের আয়োজন করে।

দুপুরে নৌকা বাইচ উৎসব শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায়। নৌকা বাইচ উৎসবে রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহসহ আশপাশের জেলা থেকে আগত মাঝি মাল্লাদের ১৬টি দল নৌকা নিয়ে অংশ নেয়। নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের সমাগম হয়। প্রতিযোগীরা বৈঠার ছলাৎ ছলাৎ তালে তালে কণ্ঠে তোলে গান। সেতুর ওপরসহ নদীর দুপাড়ে দাঁড়িয়ে থাকা দর্শকরা মাঝি-মাল্লাদের উৎসাহ দেন। উৎসবে প্রথম স্থান অর্জনকারী বালাসি তুফান নৌকাবাইচ দলকে একটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থানে থাকা সোনার তরী নৌকাবাইচ দলকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়। এছাড়াও চতুর্থ স্থানে থাকা দলকে একটি স্মার্ট ফোন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here