হালুয়াঘাট পৌরসভায় মেয়র পদে নৌকার প্রার্থী জয়ী

0

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. খায়রুল আলম ভূঞা (নৌকা মার্কা) আবারও বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোট গণনা শেষে বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র নির্বাচিত হন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নিবার্চন কর্মকর্তা সফিকুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে হালুয়াঘাট পৌরসভার বর্তমান মেয়র মো. খায়রুল আলম ভূঞা (নৌকা মার্কা) ১ হাজার ২১৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৪১৪টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ (মোবাইল ফোন মার্কা) পেয়েছেন ৪ হাজার ২০১ ভোট।

এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সিদ্ধার্থ রিছিল টিটু (১ নম্বর ওয়ার্ড), মো. সোহেল কবির (২ নম্বর ওয়ার্ড), মো. শামছু (৩ নম্বর ওয়ার্ড), আব্দুল আজিজ (৪ নম্বর ওয়ার্ড), মো. আসাদুজ্জামান জামান (৫ নম্বর ওয়ার্ড), মো. আলী হোসেন (৬ নম্বর ওয়ার্ড), মো. সাজ্জাদ হোসেন লিমন (৭ নম্বর ওয়ার্ড), মো. নূর আক্তার (৮ নম্বর ওয়ার্ড) ও মো. মকবুুল হোসেন (৯ নম্বর ওয়ার্ড) নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে হাসিনা বেগম (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড), মোছা. রেবেকা সুলতানা (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) ও ফাতেমা আক্তার (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন পুনরায় বিজয়ী হয়েছেন বলে জানা যায়।

ঘোষিত তফসিল অনুযায়ী ‘গ’ থেকে বর্তমান ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়া পৌরসভাটিতে এ বছর মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন এবং সাধারণ সদস্য পদে ১৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের কর্মকর্তা জন কেনেথ রিছিল জানান, হালুয়াঘাট পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে ছিলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here