বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জসুরপাড়া বাইপাস এলাকায় শ্রীনগর উপজেলা বিএনপি এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সহ-সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক এ্যাডঃ রাফিকুল আমীন খান, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, কোষাধ্যক্ষ আব্দুল রশিদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা প্রমুখ।
এর আগে, নবনির্বাচিত শ্রীনগর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অংগসংঠনের কমিটির নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।