কাল এনআইডি সেবা পুরোপুরি চালু হতে পারে: ইসি

0

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পুরোদমে চালু হতে পারে। বুধবার (২০ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় সংস্থাটি। ফলে ব্যাংক, বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭১টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। এছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেবাগ্রহীতা ভোগান্তিতে পড়লে ইসির থেকে জানানো হয় বুধবার দুপুর ২টায় সার্ভার চালু করা হবে। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সার্ভার পুরোপুরি চালু হয়নি। কেবল মাত্র ইসির সঙ্গে চুক্তিভুক্ত ১৭১টি পার্টনার সার্ভিসদের সংযোগগুলো সচল করা হয়।

ইসি সচিব মো. জাহাংগীর আলম এ বিষয়ে বলেন, কখনো সাটডাউন হয়ে যায়, কখনো করতে হয়। এটি আগাম জানানো সম্ভব হয় না। ইলেকট্রনিক ডিভাইস যে সময় সাটডাউন হতে পারে। যেখানে তথ্য ভাণ্ডার থাকে সেখানেই সাইবার হামলার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অধিকার সবার থাকে সুরক্ষার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here