বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, মুন্সিরতাল্লুক গ্রামের সভারঞ্জন হালদারের ছেলে রিয়াঙ্কা হালদার (৫) এবং বিবেক বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস (৫) দুপুরে তাদের বসতবাড়ির উঠোনে খেলছিল। এক পর্যায়ে খেলতে খেলতে তারা পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের সাড়াশব্দ না পাওয়ায় অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বিকেল ৩টার দিকে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে তারা।