নাগোরনো কারাবাখে যুদ্ধ বিরতিতে সম্মত দুইপক্ষ

0

জাতিগত আর্মেনীয় বাহিনী জানিয়েছে, নাগোরনো-কারাবাখে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। 

আজারবাইজান বিতর্কিত ছিটমহলের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করার একদিন পর এবং পূর্ণ আত্মসমর্পণের দাবি জানানোর পর তারা যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রস্তাবে সম্মত হয়েছে।

প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কার্যালয় বৃহস্পতিবার ইভলকা শহরে আজারবাইজানের সাথে ‘পুনঃসংহতকরণ’ বিষয়ে আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীদের সাথে আলোচনার বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছে। 

এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বিরোধপূর্ণ নাগারনো-কারাবাখে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, সেখানকার সন্ত্রাসীরা যদি অস্ত্র ফেলে দেয় তাহলে সঙ্গে সঙ্গে অভিযান বন্ধ করে দেবেন তিনি।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here