তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল মাঠে নামছে নিউজিল্যান্ড-বাংলাদেশ। টাইগারদের মতো এই সিরিজ কিউইদের জন্যও বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। যদিও ইনজুরিমুক্ত থাকতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকেই ছাড়াই তারা সিরিজ খেলতে এসেছে। বাংলাদেশের সঙ্গে একটি দুর্দান্ত ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশা করছেন কিউই কোচ লুক রঙ্কির।
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে কিউইরা ছিলেন বেশ ঠাণ্ডায়। সেখান থেকে এসে তাদের নামতে হচ্ছে গরমের মধ্যে। এ নিয়ে ভুগতেও হচ্ছে বেশ। যদিও মানিয়ে নেওয়ার চেষ্টাতেই আছেন তারা। এর মধ্যে আছে আরও চ্যালেঞ্জ। ইংল্যান্ডে ‘হাই স্কোরিং’ ম্যাচ খেলে এসেছে তারা। চার ওয়ানডের সবগুলোতেই তিনশ ছোয়া রান ছিল। এর মধ্যে এক ম্যাচে ইংলিশরা করেছিল ৩৬৮ রান। সেখান থেকে এসে মিরপুরের পিচে খেলতে হবে তাদের। যেখানে নিয়মিতই হয় অল্প রানের ম্যাচ। এটি যে চ্যালেঞ্জ হবে, সেটি স্পষ্ট করেছেন লুক রঙ্কি।
তিনি বলেন, ‘এটা দুর্দান্ত সিরিজ হবে। নিউজিল্যান্ড থেকে আসা যে কারো জন্যই এখানে খেলা চ্যালেঞ্জ হবে। তবে আমার মনে হয় ছেলেরা এটাই চায়। এখানে আসা রোমাঞ্চকর, আশা করি ভালো দর্শকের সামনে খেলা হবে। এখানে কিছুটা গরম ও আদ্রতা আছে। এটা অনেক বড় ব্যাপার। তবে ছেলেরা ভালো অনুশীলন করেছে। যারা ইংল্যান্ড থেকে এসেছে, প্রথম দিন বিশ্রামে ছিল। কিন্তু ছেলেরা কঠোর পরিশ্রম করছে। প্রথম ম্যাচের জন্য যতটা সম্ভব প্রস্তুত হচ্ছে।’
বাংলাদেশ দলকে নিয়ে কিউইদের হেড কোচ বলেন, ‘তারা সবসময় দুর্দান্ত দল, কঠিন ক্রিকেট খেলে। এটা তাদের কন্ডিশন, তারা জানে এখানে কীভাবে খেলতে হয়। এটা রোমাঞ্চকর সিরিজ হবে।’