পরিণীতির বিয়ের প্রস্তুতি তুঙ্গে, কবে আসছেন প্রিয়াঙ্কা?

0

বলিউড ও রাজনীতির মেলবন্ধন হল ‘রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার’ বিয়ে। আর মাত্র চার দিন বাকি। রাজস্থানের উদয়পুরে বিলাসবহুল হোটেলে বসতে চলেছে তাদের বিয়ের আসর। ইতোমধ্যেই সেজে উঠেছে রাঘবের দিল্লির বাড়ি। সাজানো হয়েছে পরিণীতির মুম্বাইয়ের ফ্ল্যাটও। 

অন্যদিকে উদয়পুরের হোটেলে প্রস্তুতিপর্ব নাকি তুঙ্গে। দেশ-বিদেশ থেকে অতিথিরা আসবেন তাদের বিয়েতে। তবে সকলের নজর যার দিকে তিনি হলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, আমেরিকা থেকে ২৩ সেপ্টেম্বর আসছেন তিনি। মেয়ে মালতীকে নিয়ে সোজা উদয়পুরে পৌঁছবেন অভিনেত্রী। তবে স্বামী নিক মনে হয় আসতে পারবেন না শ্যালিকার বিয়েতে।

বিয়ের মূল অনুষ্ঠান শুরুর আগে রাজধানীতে নাকি একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছেন তারকা যুগল।‘চোপড়া ভার্সেস চড্ডা’-র ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করতে চলেছেন বন্ধুবান্ধব-সহ তাদের পরিবারের সদস্যরাও। 

শোনা যাচ্ছে, একেবারে খাঁটি পাঞ্জাবি আচার মেনেই হবে বিয়ে। ঘোড়ায় চড়ে না বরং নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে আসবেন আম আদমির সংসদ সদস্য রাঘব চাড্ডা। বিয়ের মেনুতে থাকছে পাঞ্জাবি খানাপিনার বিরাট আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here