গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গোপালগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।
এ সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন।
এতে হোটেল, বেকারি ও খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট ৫০ জন অংশ নেন। এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, হোটেল ও বেকারি মালিকরা কোটালীপাড়া উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।