নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

0

নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা।

স্বাধীন খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এই সতর্কতা জারি করল উত্তর আমেরিকার দেশটি।

ট্রুডো এমন দাবির পর ক্ষেপে যায় ভারত। তারা জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিষয়টি আরও ঘোলাটে হয়ে যায় যখন— কানাডা ও ভারত উভয় দেশই একে-অপরের কূটনীতিককে বহিষ্কার করে।

কানাডা তাদের নাগরিকদের এ ধরনের ভ্রমণ সতর্কতা প্রায়ই দিয়ে থাকে। দুই দেশের মধ্যে যখন কোনো ধরনের সমস্যা ছিল না— তখনও কানাডা ভারতের জম্মু-কাশ্মির এবং আসাম রাজ্যে ভ্রমণে সতর্কতা অবলম্বনের কথা বলেছিল। সূত্র: দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here