এশিয়া কাপের আগে দারুণ ফর্মে ছিল পাকিস্তান। ভারতের সঙ্গে বাবর আজমের দলকেই ধরা হচ্ছিল আসরের সম্ভাব্য ফাইনালিস্ট। কিন্তু ভারতের কাছ লজ্জার হারের পর শ্রীলঙ্কার কাছেও হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। আর এর পরেই খবর বের হয়, দ্বন্দ্ব জড়িয়েছেন বাবর আজম-শাহিন আফ্রিদি। এ ঘটনায় বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানি পেসার।
সোশ্যাল মিডিয়ায় বাবরের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন শাহিন আফ্রিদি। তাতে দেখা যাচ্ছে, দু’জনে একটি ঘরে প্রায় মুখোমুখি বসে আছেন। উভয়ের মুখই কিছুটা গম্ভীর। মাঝে আছে একটি দাবার বোর্ড।
অনেকের মতে, এই পোস্টের মাধ্যমে আফ্রিদি বুঝিয়ে দিয়েছেন, বাবরের সঙ্গে তার কোনো ঝামেলা নেই। তারা সবাই মিলে একটি পরিবার। যে পরিবারে আছে ভালোবাসা। মতবিরোধ হতেই পারে। তাতে সম্পর্ক নষ্ট হয় না।