বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল যে এই সিরিজেই দল গুছিয়ে নিতে চাইবেন রোহিত শর্মা। সঠিক কম্বিনেশন গড়ে তোলাই লক্ষ্য হবে। কিন্তু আদতে সেটা নয়।
অস্ট্রেলিয়া সিরিজ বিশ্বকাপের মহড়া হলে প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়াদের কেন বিশ্রাম দেওয়া হলো? দুইটি দল ঘোষণা করা হয়েছে। প্রথম দু’টিতে নেতৃত্ব দেবেন কেএল রাহুল, শেষ একদিনের ম্যাচ রোহিত শর্মা। মোহালি, ইন্দোর এবং রাজকোটে হবে ম্যাচগুলো।
তিনি আরও বলেন, সবদিক বিবেচনা করলে এই সিরিজের কোনও প্রয়োজন ছিল না। মেগা ইভেন্টের আগে কোনও দলই ক্লান্ত হয়ে পড়তে চাইবে না। ঘরের মাঠে বিশ্বকাপ বলে কিন্তু ভারতই ফেভারিট। যদি আরও কাউকে দেখে নেওয়া লক্ষ্য হয়, তাহলে ঠিক আছে।
চোটের জন্য বিশ্বকাপের দল থেকে শেষমুহূর্তে ছিটকে যেতে পারেন অক্ষর প্যাটেল। তাই বিকল্প ব্যবস্থা তৈরি রাখা হচ্ছে। তার বদলি হিসেবে দলে আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন বা ওয়াশিংটন সুন্দর। তাদের পরখ করে নেওয়ার জন্যই তিন ম্যাচের সিরিজে রাখা হয়েছে।
তবে আকরাম মনে করেন, সদ্য চোট সারিয়ে দলে ফেরা যশপ্রীত বুমরাকে তিনটি ম্যাচেই খেলানো উচিত ছিল। একইসঙ্গে বিশ্বকাপের দুইটি ওয়ার্ম আপ ম্যাচেও তাকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি।