বিস্ফোরক মামলায় বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে

0

ফরিদপুরের মধুখালীতে বিস্ফোরক মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী এ আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ মামলায় এজাহারভুক্ত ২৪ আসামির মধ্যে ২১ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। অন্য দুই আসামি এ মামলায় আগেই আটক আছেন। ১৯ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে জামিনে থাকা নেতাকর্মীরা জামিনের আবেদন করলে অসুস্থতা ও বয়স বিবেচনায় পাঁচজনকে জামিন দেন এবং ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এছাড়া এ মামলায় একজন পলাতক রয়েছেন।  

এছাড়া আদালত অসুস্থতা ও বয়স বিবেচনায় মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মিজানুর রহমান মিজান, জাহিদুল ইসলাম মুকুল, আরেফিস সাদ্দাম, ইলিয়াস বিশ্বাস জাপানের জামিন আবেদন মঞ্জুর করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here