‘আমরা কোনো অত্যাচার করতে চাই না, শুধু আপনাদের ক্ষমতা থেকে সরাতে চাই’

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন করতে আওয়ামী লীগের ভয় কেন? কারণ ভয় হলো তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন করলে উনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের আমরা কোনো অত্যাচার করতে চাই না। শুধু আপনাদের ক্ষমতা থেকে সরাতে চাই।

মঙ্গলবার কেরানীগঞ্জের জিনজিরায় অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমরা এই সকারের কাছে আর কিছু দাবি করতে চাই না। আজকে বিদেশিরাও এই সরকারকে সমর্থন করে না। আওয়ামী লীগ যে বিদেশে সম্পত্তি করছে তারা এখন কীভাবে দেশ ছাড়বেন? তাই এখনও সময় আছে যদি জোকরে ক্ষমতা ধরে রাখেন তাহলে জনগণই আপনাদের টেনে হিঁচড়ে নামাবে। এই সরকারকে এক মুহূর্তের জন্যেও ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।  

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. আব্দুস সালাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here