মুক্তিযোদ্ধা-কবি আসাদ চৌধুরী সিসিইউতে

0

বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান ও জনপ্রিয় কবি আসাদ চৌধুরী কানাডার টরন্টোর পার্শ্ববর্তী শহর ওসোয়ার একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার সকালে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এর আগে এনজিওগ্রাম করে দুটি ব্লক ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কবির জামাতা চিত্র নির্মাতা ও ফ্রিল্যান্স চিত্রগ্রাহক নাদিম ইকবাল।

ফেসবুক এক স্ট্যাটাসে নাদিম লিখেছেন, ‘গতকাল (রবিবার) সকালে তার প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় খুব সিরিয়াস অবস্থার সৃষ্টি হয়। লাইফসাপোর্টের প্রসঙ্গও তোলেন চিকিৎসক! আমরা সবাই ভীষণ বিচলিত হয়ে পড়ি। বুঝতে পারি তার ফুসফুসের অবস্থা শোচনীয়।’

কবির জামাতা নাদিম সবাইকে কবির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। সেই সঙ্গে দর্শনার্থীরা যেন হাসপাতালে ভিড় না করেন সেটিও জানিয়েছেন। কারণ, রোগটি সংক্রমিত হবার ঝুঁকি খুব বেশী। 

এদিকে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও কবি আসাদ চৌধুরীর দ্রুত আরোগ্যে সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here