ফরাসি রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া

0

জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সংবাদ সম্মেলনে রুশ সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।

এক সপ্তাহেরও বেশি সময় আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিষয়টিকে ‘নির্দয় আচরণ’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের এই আচরণ ছিল চরম বিদ্বেষপূর্ণ এবং সরাসরি রুশ-আতঙ্ক তৈরির লক্ষ্যে এটি করা হয়েছে। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত মৌলিক নীতিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে বলেছে, প্যারিস যেন যেকোনো ভিন্ন মতাবলম্বী গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করা বন্ধ করে। 

ফরাসি রাষ্ট্রদূতকে আরো বলা হয়েছে, ফ্রান্সের উচিত রুশ গণমাধ্যমগুলির সঙ্গে বৈষম্য করা বন্ধ করা এবং তাদের সঙ্গে সেই আচরণ করা শুরু করা যে আচরণ রাশিয়া ফ্রান্সের গণমাধ্যমগুলোর সঙ্গে করে।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here