ওয়ানডে বিশ্বকাপে যে চার সেমিফাইনালিস্টের নাম জানালেন গিলক্রিস্ট

0

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে প্রতিটি দলই নিজেদের স্কোয়াড প্রায় ঘোষণা করে দিয়েছে।

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসর নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি জানালেন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের নাম।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৯৯, ২০০৩, ২০০৭ তিনটি বিশ্বকাপ জিতেছেন গিলক্রিস্ট। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ, তাই উপমহাদেশের শীর্ষ দুটি দলকেই এগিয়ে রেখেছেন গিলি। তিনি বলেন, ‘আমি মনে করি, ভারত ও পাকিস্তান সেমিফাইনালে খেলবে। বাকি দুটি দল হলো-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। গিলি বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর থেকে অনেক শিক্ষা নিয়ে এবার ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ম্যাচগুলো কিছুটা প্রস্তুতি হিসেবে দেখছে অজি শিবির। মোটামুটি পূর্ণ শক্তির দলই নামাবে হয়ত অজি শিবির। আমার কাছে এই চারটে দলই হয়ত শেষ চারে খেলবে।’ 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সম্পর্কে গিলক্রিস্ট বলেন, দক্ষিণ আফ্রিকায় জাম্পা খুব একটা প্রভাব তৈরি করতে পারেনি। কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপ। এখানকার পরিবেশ একদমই আলাদা। আর আমরা জানি জাম্পা কতটা বিশ্বমানের স্পিনার। টি-টোয়েন্টি ফরম্যাটে ও নিজের জাত চিনিয়েছে, এবার ৫০ ওভারের বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার পালা।’

৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ এবং ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।এই আসরে অংশ নেবে মোট ১০টি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here