টেকনাফে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

0

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক চালক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সৈয়দ হোসাইনের ছেলে মোহাম্মদ মাসুম।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রাইভেটকারের চালকের স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেটকারের পেছনের বাম পাশের চাকার ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহন ও পাচারের দায়ে প্রাইভেটকারসহ চালক মোহাম্মদ মাসুমকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আটক চালককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here