ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাপের দংশনে সুনিতা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টায় তাকে সাপে দংশন করলে মধ্যরাতে সে মারা যায়। ওই নারী উপজেলার শেখর ইউনিয়নের চাপখন্ড গ্রামের গোলক বিশ্বাসের স্ত্রী।
জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত নয়টা দিকে গোয়াইল ঘর থেকে ফেরার সময় তার ডান পায়ে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে পাশের বয়রা এবং ভুলবাড়িয়া গ্রামে ওঝার নিকট নিয়ে গেলে তারা ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।