সিডনিতে ফিস্ট ক্যাম্বেলটাউন অনুষ্ঠিত

0

সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত ‘ফিস্ট ক্যাম্বেলটাউন’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মিন্টুর রেডফার্ন পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়।

ক্যাম্বেলটাউনের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এই অনুষ্ঠানে বহু সাংস্কৃতিক মজাদার রান্নার প্রদর্শনী, স্টেজ পারফরম্যান্স, শিশুদের খেলনা সামগ্রী, মেহেদি ট্যাটু-সহ বিভিন্ন স্টলের পাশাপাশি ছিল বাচ্চাদের জন্য বিনোদনমূলক রাইড। অনুষ্ঠানে অন্যান্য বহুজাতিক ভাষা-ভাষীদের সাথে কিশলয় কচি কাচা বাংলা গান পরিবেশন করে।

ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ বহুজাতিক ভাষা-ভাষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উপস্থিতি ও আগ্রহ আমাদের প্রেরণার উৎস। কাউন্সিল সব সময়ই বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বদ্ধপরিকর।

কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, এই আয়োজন প্রতিবেশীর সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আরও জানা, বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ তৈরি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here