গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
নিহত ঝুমা (১৮) ময়মনসিংহের তারাকান্দা এলাকার মজিবর রহমানের মেয়ে ও স্থানীয় কায়েতপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। সাদিকুল ইসলাম শ্রীপুরে একটি কারখানায় চাকুরি করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।