প্রায় চার বছর ধরে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশি ফ্যাশন মডেল জেরিন সাদিয়া সোহা। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবে কাজ করছেন এই তরুণী।
এবার বিশ্বখ্যাত ‘প্যারিস ফ্যাশন উইকে’ ক্যাটওয়াক করতে যাচ্ছেন সোহা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্যাশন উইক। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ‘প্যারিস ফ্যাশন উইক’ শুরু হচ্ছে বলে জানা গেছে। সোহা হেরিটেজ ইন্ডিয়া ফ্যাশন এবং ক্রিস্টাল অ্যানের জন্য হাঁটবেন। এই আয়োজনটি করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী।
উল্লেখ্য, গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক ফ্যাশন উইকে’ অংশগ্রহণ করেন সোহা। নিউইয়র্কে ২০২১ সালে ঢালিউড অ্যাওয়ার্ডে বাংলাদেশি ‘সেরা মডেল’ হিসেবেও পুরস্কার পেয়েছেন এই তরুণী। তিনি যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর আগে, ২০১৭ সালে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাত্রা করেন সোহা।