কিমকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেখাল রাশিয়া

0

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রবাহী আধুনিক বোমারু বিমান দেখিয়েছে রাশিয়া। কিনঝাল ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমা বহনকারী বিমানসহ আধুনিক সব সামরিক প্রযুক্তি কিমকে ঘুরে দেখানো হয়েছে।

রাশিয়ার প্রিমোরস্কি এলাকার গভর্নর ওলেগ কোঝেমায়াকো জানিয়েছেন, শনিবার কিম সেখানে পৌঁছান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোইগু কিমকে হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র, পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান ও ওয়ারহেড ঘুরে দেখান। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here