২০১৪ ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। যা ফুটবল সমর্থকদের কাছে ‘সেভেন আপ’ নামে পরিচিত। তাই ফুটবলে সাত গোল বলতেই প্রথমে মনে আসে সেলেসাওরা। এবার সেই ‘সেভেন আপের’ স্বাদ পেল আর্জেন্টিনা।
ফুটবলের আরেক সংস্কারক ফুটসাল ইনডোর গেম। আর সেই ফুটসাল ফুটবল প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে আলবিসেলস্তারা। মরক্কোর মাঠে সফরকারী আর্জেন্টিনা কোনো পাত্তাই পায়নি। শুরু থেকে আর্জেন্টিনার জাল কাঁপিয়েছে স্বাগতিকরা। যা ম্যাচের শেষ পর্যন্তই অব্যাহত রাখে।
মরক্কোর ষষ্ঠ গোলটি করেন সোফিয়ান চাররাউইয়। আলবিসেলেস্তেদের জালে শেষ গোলটি করেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া। দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হবে এই দু’দল। সূত্র : আরিয়াদিয়া টিভি।