এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে এক বল আগে অলআউট হয়ে যায় ভারত।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৯ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে ৬ রানের জয় নিয়ে এশিয়া কাপের মিশন শেষ করল সাকিব বাহিনী।
র্যাঙ্কিংয়ের ১০ নম্বর স্থানে রয়েছে বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট ৬৮। আর ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উপরে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।
১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে হেরে নিজেদের অবস্থান থেকে একধাপ নিচে নেমে র্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৪। ফাইনালে খেলতে না পারা পাকিস্তান একধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার মতো তাদের রান রেটিং পয়েন্ট ১১৫ হলেও রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে তারা।