হবিগঞ্জে মিশুক চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

0

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে উদ্ধার হওয়া মিশুক চালক নাঈম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। 

পুলিশ ওই মামলার দুই আসামিকে গ্রেফতার করলে তাদের মধ্যে একজন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের মৃত মিঠু মিয়ার ছেলে সবুর মিয়াকে (৩৫)চোরাই ব্যাটারিসহ এবং হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে কামাল মিয়াকে (১৭) গ্রেফতার করা হয়। পুলিশের কাছে কামাল মিয়া স্বীকার করে সে হত্যাকারীদের সাথে ছিল এবং মিশুকের ব্যাটারী সবুর মিয়ার নিকট বিক্রির সময় সাথে ছিল। কিন্তু তার বয়স কম হওয়ায় আদালত তার জবানবন্দি গ্রহণ করেনি। সবুর মিয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে চোরাই ব্যাটারি ক্রয়ের কথা স্বীকার করে। 

তিনি আরও জানান, তোফাজ্জল নামে একজন স্বাক্ষীকে আদালতে জবানবন্দি প্রদানের জন্য হাজির করা হলেও তার জবানবন্দি গ্রহণ করা হয়নি। তাকে আসামি হিসাবে শ্রেণীভুক্ত করা হবে। প্রধান আসামির নাম পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা বলা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here