পাচারের সময় উদ্ধার হওয়া ৪৫টি কচ্ছপ উদ্ধার করে গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করে ঢাকা বিভাগীয় বন বিভাগ। শুক্রবার বিকেলে ভাওয়াল জাতীয় উদ্যানের (ন্যাশনাল পার্ক) লেকে কচ্ছপগুলো অবমুক্ত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগ ও কুমিল্লা বন বিভাগের যৌথ অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুীর জি এস ট্রাভেলস বাস গাড়ীর পিছন থেকে তিনটি ককশিটের কার্টুনের ভিতর অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের পর অভিযান পরিচালনা করে ৪টি প্রজাতির ছোট বড় ৪৫টি কচ্ছপ (বন্যপ্রাণী) উদ্ধার করে। পরে আদালতের নির্দেশে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।