দেশনাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতBy AmarNews.com.bd - March 16, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম (৬৫) নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে।