রাশিয়ার এক নাগরিকের সঙ্গে কাজ করার অভিযোগে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে বলেছেন, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেফরি সিলিন ও সেকেন্ড সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ছাড়তে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি রাষ্ট্রের সঙ্গে ‘গোপন সহযোগিতার’ অভিযোগে অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট শোনভের সঙ্গে যোগাযোগ রেখে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেছে ওই ব্যক্তিরা (যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা)।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এফএসবি সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মস্কোয় মার্কিন দূতাবাসের কর্মীদের কাছে রাশিয়ার নির্বাচনী প্রচারণার তথ্য পাঠিয়েছিলেন শোনভ।