রংপুরে ডেঙ্গুর প্রকোপের কারণে স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে স্যালাইনের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অবসর মেডিসিন কর্ণার ও রিফাত মেডিসিন কর্ণারকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকায় দপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপ-পরিচালক আজহারুল ইসলাম বলেন, রংপুরে ডেঙ্গুর প্রকোপের সুযোগে ১’শ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ৩’শ থেকে ৪’শ টাকায়। রোগীর চাপে চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীরা স্যালাইনের কৃত্রিম সংকট তৈরী করছেন। কোথাও কোথাও হাসপাতালেও স্যালাইন পাচ্ছেন না ডেঙ্গুতে আক্রান্তরা। এ অবস্থা খতিয়ে দেখতে আমরা মাঠে নেমেছি এবং স্যালাইন মজুদের প্রমাণ পেয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।