অনৈতিককাজে জড়িত তিন নারীসহ ভারতে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের সুরাট শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুরাট পুলিশ বুধবার তিন নারীসহ সাত অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে। তারা শহরের বিভিন্ন স্পা-তে কাজ করত এবং অনৈতিক কাজে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় পুলিশ বলছে, বাংলাদেশিদের সুরাটে চাকরি পেতে সহায়তাকারী মূল এজেন্ট গ্রেফতার হওয়া সাতজনের মধ্যে রয়েছে। তিনি প্রতিটি ব্যক্তির কাছ থেকে কমিশন হিসাবে ৯০ হাজার রুপি করে নিতেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস