অল্প কিছুদিনের ভেতরই বাংলাদেশ দলের মিডল অর্ডারের জন্য বড় ভরসা হয়ে উঠছেন তাওহীদ হৃদয়। কিন্তু এশিয়া কাপে যেন সেটি ঠিকঠাক পূরণ করতে পারছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪১ বলে ২০ রান করে আউট হন, পরের ম্যাচে ফেরেন ডাক মেরে। এরপর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষেও ৯ বলে ২ রান করে হারিস রউফের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন হৃদয়। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেন তিনি। সেদিন ১০৪ বলে ৮২ রান করে শেষ পর্যন্ত দলের আশা হয়ে টিকে ছিলেন। যদিও জেতাতে পারেননি।
টুর্নামেন্ট ছোট বা বড় যাই হোক না হৃদয় এসব দেখেন না, ‘আমার মনে হয় এখানে অনেক অভিজ্ঞ বোলারকে খেলতে হয়েছে। তবে একজন খেলোয়াড় হিসেবে প্রতিটা দিন, প্রতিটা ম্যাচ, প্রতিটা বল আমার কাছে একই মনে হয়। বড় টুর্নামেন্ট বা ছোট প্রতিপক্ষ, অন্য দলে কে আছে—আমি এই সব দেখি না। আমি সব সময় চেষ্টা করি যেন বলটা দেখি, বল দেখে খেলারই চেষ্টা করি। সেটা যেকোনো পরিবেশেই…ওয়ার্ল্ড কাপ হতে পারে, এশিয়া কাপ হতে পারে, একটা ছোট দলের সঙ্গে সিরিজও হতে পারে।’