ইমরান খানকে আরও দুই সপ্তাহ কারাগারে রাখার নির্দেশ

0

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের কারাগারে থাকার মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। বুধবার ইমরানের আইনজীবী নায়েম পানজুথা এ তথ্য জানিয়েছেন।

 গত বছরের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান। এরপর পাকিস্তানজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। একের পর এক মামলায় জড়ানো হয় ৭০ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরানসহ পিটিআইয়ের শীর্ষ নেতাদের। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মামলার কারণে পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে কারাবন্দী ইমরানের অংশ নেওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত ৫ আগস্ট থেকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে আছেন ইমরান খান।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপন তারবার্তার তথ্য তিনি প্রকাশ করেছেন এবং নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বেআইনিভাবে ব্যবহার করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (এফআইএ) অনুসন্ধানে এটা উঠে এসেছে। ইমরানের বিরুদ্ধে এ মামলা ‘সাইফার মামলা’ নামে পরিচিত।

অন্যদিকে ইমরান খানের অভিযোগ, ওই তারবার্তা এটাই প্রমাণ করে যে তাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানের সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র হাত মিলিয়েছে। সেনাবাহিনীকে এ জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। কারণ, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর প্রাক্কালে তিনি রাশিয়া সফর করেছিলেন।

তবে ইমরানের এই অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন ও পাকিস্তানের সেনাবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here