ফরিদপুরের বোয়ালমারীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর রেলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দু’জন হলেন উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের মোফাজ্জল মোল্যার ছেলে মো. আনিসুর রহমান আনিচুর ও একই গ্রামের মজু ফকিরের ছেলে আমিনুর ফকির মনির। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সেরাজুল ইসলাম ।
এ সময় বাসটি থেকে ১০ কেজি গাঁজাসহ যাত্রীবেশি দু’জন মাদক কারবারিকে আটক করা হয়। তারা সাধারণ যাত্রীবেশ ধারণ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের চালান দেশের বিভিন্ন স্থান থেকে এনে বোয়ালমারী ও আসপাশের এলাকায় বিক্রয় করে থাকে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ১৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে জব্দ আলামতসহ আটক আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আসামিদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ও ৪২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।