ফরিদপুরে আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগার ও পাইকারি আড়তগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে বারোটা থেকে ৩টা পর্যন্ত ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুর হিমাগার লিমিটেড ও হাজী শরীয়তউল্লাহ বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, ফরিদপুর হিমাগার হতে আলু বিক্রেতা কর্তৃক ভাউচার প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করার পর হিমাগার কর্তৃপক্ষ আগামী দিন থেকে ভাউচার ছাড়া আলু বাজারে সরবরাহ করবেন না মর্মে প্রতিশ্রুতি দেন। বাজারে আলু পাইকারি ৪০ টাকা এবং খুচরা ৪৪-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি নেয়া ও পাকা ক্রয় রশিদ না থাকায় মেসার্স দয়াল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ টানানোর বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়।