বৃষ্টিতে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে?

0

শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। লঙ্কানদের বিপক্ষে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরা অলআউট হয়ে যায় ১৭২ রানে। ফলে ৪১ রানের জয় পায় ভারত। 

এদিকে, ফাইনালে ভারতের সঙ্গী হবে কোন দল তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এখন ফাইনালের দৌড়ে রয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা।

ফলে আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পাক-লঙ্কার দ্বৈরথ অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। ওই মহারণে যারা জিতবে-তারাই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পাবে।

তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে ফাইনালে নাম লেখাবে শ্রীলঙ্কা। কারণ, নেট রান রেটে (-০.২০০) এগিয়ে রয়েছে স্বাগতিকরা। পাকিস্তানের যা (-১.৮৯২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here